Logo

রাজনীতি    >>   সারজিস আলম: অন্যায়-অনিয়ম ঠেকাতে জাতীয় নাগরিক গ্রুপ গঠনের ঘোষণা

সারজিস আলম: অন্যায়-অনিয়ম ঠেকাতে জাতীয় নাগরিক গ্রুপ গঠনের ঘোষণা

সারজিস আলম: অন্যায়-অনিয়ম ঠেকাতে জাতীয় নাগরিক গ্রুপ গঠনের ঘোষণা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অন্যায় ও অনিয়ম ঠেকাতে প্রতিটি জেলা ও উপজেলার মানুষের সমন্বয়ে গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে সারজিস আলম বলেন, "যদি কোথাও অন্যায় হয়, কাজের জন্য ঘুষ চাওয়া হয় বা হয়রানি করা হয়, তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন। আমরা সেই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা।"

তিনি আরও বলেন, "সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছেন, তা মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। বিগত ১৬ বছরে পঞ্চগড় এবং রংপুর বিভাগ চরম বৈষম্যের শিকার হয়েছে। এলাকায় তেমন কোনো শিল্প কারখানা নেই। আমরা চাই পঞ্চগড়ের মানুষের পাওনা বুঝিয়ে দিতে।"

সারজিস আলম তার স্বপ্নের কথা শেয়ার করে বলেন, "পঞ্চগড়ের করতোয়া নদীর পাশে জেলা প্রশাসকের ডিজাইনে ২৩ তলা একটি ওয়াচ টাওয়ার নির্মাণ হবে। এটি দেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার হবে এবং পুরো পঞ্চগড়সহ তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হবে। টাওয়ারটি পর্যটকদের আকর্ষণ করবে, যা জেলার কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "আমরা এমন কিছু করতে চাই যা দীর্ঘস্থায়ী হবে এবং মানুষের জন্য উপকার বয়ে আনবে। টাকার চেয়ে সম্মান বড়, এবং এটি সৎ কাজের মাধ্যমেই অর্জিত হয়। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের চাওয়া।"

অনুষ্ঠানে সারজিস আলম প্রায় দুই হাজার দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। তিনি বলেন, "বিত্তবান ও গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করে আমরা শীতবস্ত্র সংগ্রহ করেছি। এগুলো পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী, গড়িনাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তিনি বলেন, "মানুষের ক্ষমতা ও সম্পদ ক্ষণস্থায়ী। আমরা এমন কিছু করতে চাই যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। পঞ্চগড়কে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাব।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert